দিল্লিতে আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের বিক্ষোভ
আইনজীবীদের বিরুদ্ধে পুলিশের ওপর আক্রমণের অভিযোগ তুলে তাঁদের বিচার দাবি করে ভারতের রাজধানী দিল্লির রাজস্ব কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন পুলিশ সদস্যরা।
কয়েক দিন আগে দিল্লির তিস হাজারি আদালতে পুলিশ ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১০ পুলিশ সদস্য ও বেশ কয়েকজন আইনজীবী আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সংঘর্ষে অন্তত ১৭টি গাড়ি ভাঙচুর করা হয়।
এদিকে আইনজীবীরা বলছেন, তাঁদের চার সহকর্মী আহত হয়েছেন, যাঁদের মধ্যে একজন পুলিশের গুলিতে আহত হয়েছেন। অন্যদিকে পুলিশ বলছে, তারা ফাঁকা গুলি ছুড়েছে।
সংঘর্ষের ঘটনার প্রতিবাদে দিল্লির বার অ্যাসোসিয়েশন গতকাল সোমবার দিল্লির ছয়টি জেলা জজ আদালত, তিস হাজারি, কর্করদুমা, সকেত, দ্বর্কা, রোহিনী ও পাতাইলায় কর্মবিরতি পালন করে। এ ছাড়া দিল্লি হাইকোর্টেরও কিছু আইনজীবী কর্মবিরতি পালন করেন।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক আইনজীবী একজন পুলিশ সদস্যকে চড় মারেন এবং টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এক আইনজীবীকে হেলমেট ছুড়ে মারা হলে তিনি এক পুলিশ সদস্যকে কনুই দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে এ ঘটনায় বদলি করা হয়েছে।