নওয়াজ শরিফকে ‘অপরাধী’ ঘোষণা করলেন ইসলামাবাদ হাইকোর্ট
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/03/129563954_814677225778557_8875379638596231121_n.jpg)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা দিলেন ইসলামাবাদ হাইকোর্ট। দুটি দুর্নীতির মামলায় বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে উপস্থিত হননি নওয়াজ শরিফ। এভাবে আদালতের নির্দেশকে অবজ্ঞা করায় তাঁকে এই তকমা দেন দেশটির উচ্চ আদালত।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি এক প্রতিবেদনে জানায়, বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মহসিন আক্তার কায়ানির দৈত বেঞ্চ বুধবার এ ঘোষণা দেন।
আদালত সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আল-আজিজিয়া ও অ্যাভেনফিল্ড মামলার রায়ের বিরোধিতা করে নওয়াজ শরিফের পক্ষ থেকে দায়ের করা আবেদনের শুনানির দিন ধার্য হয়েছিল। কিন্তু এদিনও আদালতে নওয়াজ শরিফ অনুপস্থিত ছিলেন। যার ফলে এ ঘোষণা দেন হাইকোর্ট।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/03/aaaa.jpg)
এদিন সরকারের পক্ষ থেকে আদালতে ইউরোপে নিযুক্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর মুবাশ্বির খান দাবি করেন, হাইকোর্টের নোটিশ তিনি হাতে পেয়ে লন্ডনে নওয়াজ শরিফ যেখানে রয়েছেন, সেখানে তা পাঠানো হয়েছিল। পাশাপাশি তাঁর লাহোরের বাসভবনেও আদালতের নোটিশ পাঠানো হয়। এর পরও আদালতে উপস্থিত না হওয়ায় হাইকোর্ট নওয়াজ শরিফকে ‘ঘোষিত অপরাধী’ ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বর থেকে চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন ৭০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী।