নাইজেরিয়ায় মধ্যরাতে স্কুলে অস্ত্রধারীদের হামলা, ১৪০ শিক্ষার্থী অপহরণ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/06/i-2t.jpg)
নাইজেরিয়ায় একটি স্কুলে হামলা চালিয়ে ১৪০ শিক্ষার্থীকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। গতকাল স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দেশটির কাদুনা প্রদেশের একটি আবাসিক স্কুলে এ হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়েছে।
নাইজেরিয়ার পুলিশ জানায়, কাদুনা প্রদেশের দক্ষিণাঞ্চলের বেথেল ব্যাপটিস্ট স্কুলে সোমবার রাতে একদল অস্ত্রধারী হামলা চালিয়ে ১৪০ জন শিশুকে অপহরণ করেছে।
এই অপহরণের ঘটনায় এক নারী শিক্ষকসহ ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানায় নাইজেরিয়ার পুলিশ।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/07/06/i-i.jpg 687w)
এর আগে রোববার সকালে দেশটির ন্যাশনাল টিউবারকিউলোসিস অ্যান্ড ল্যাপ্রোসি সেন্টারে হামলা চালিয়ে সেখান থেকে অন্তত আটজনকে অপহরণ করা হয়। এদের মধ্যে দুজন নার্স এবং একটি ১২ মাসের শিশুও রয়েছে বলে জানা গেছে।
বেথেল ব্যাপটিস্ট স্কুল কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে স্কুলে ঢুকে পড়ে অস্ত্রধারীরা।
তবে এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারামের তৎপর রয়েছে নাইজেরিয়ায়। দেশটিতে ইদানিং স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে সশস্ত্র হামলা ও অপহরণের ঘটনা বেড়েছে। গত বছরের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত অন্তত ১০টি স্কুল অস্ত্রের মুখে এমন অপহরণের ঘটনার সম্মুখীন হয়েছে।