নেপালে ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ২৬
রাতভর বৃষ্টিপাতের কারণে রোববার ভূমিধসে নেপালের তিন গ্রামের অন্তত ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি জানিয়েছে এ ঘটনায় নিখোঁজ আরো ২৬ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।
সরকারি কর্মকর্তা বাবুরাম খানাল জানান, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে সিঁদুয়ালচৌক জেলায় উদ্ধারকর্মীরা ও গ্রামবাসীরা মিলে এখন পর্যন্ত ঘরের ভেতরে চাপা পড়া ছয়জনের লাশ বের করে আনতে পেরেছে এবং বাকিদের উদ্ধারেও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বর্ষা মৌসুমে নেপালের পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় সাধারণত ভূমিধস হয়ে থাকে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, এ বছর বর্ষাজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫১ জনে পৌঁছেছে এবং ৮৫ জন নিখোঁজ রয়েছে।