পরাজয় মানতে স্ত্রীর অনুরোধ, নারাজ ট্রাম্প
স্ত্রী মেলানিয়ার কথাও শুনছেন না ডোনাল্ড ট্রাম্প। মেলানিয়া চাইছেন যেন ট্রাম্প পরাজয় মেনে নেন। কিন্তু তা মানবেন না জেদি ট্রাম্প। পরাজয় মেনে নিতে এর আগে দুই ছেলে ও জামাতা জ্যারেড কুশনার তাঁকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি নির্বাচনী ফলের বিরুদ্ধে আদালতে যাবেন, মামলা করবেন। দল ও পরিবারের অনুরোধ আর জনরায় উপেক্ষা করে আদালতেই সমাধান চান যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল রোববার ফার্স্ট লেডি মেলানিয়া ব্যক্তিগতভাবে তাঁর স্বামী ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন। পরাজয় মেনে নিয়ে বিবৃতি দিলে তাঁর ভাবমূর্তি বৃদ্ধি পাবে, এমন যুক্তিও দেখান বলে সিএনএন একটি প্রতিবেদনে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানায়, এর আগে ট্রাম্পের মেয়ে ইভানকার স্বামী এবং উপদেষ্টা জ্যারেড কুশনারও শ্বশুরকে অনুরোধ করেন পরাজয় মেনে নিতে। পরিবারের সদস্যদের একাধিকবার অনুরোধের পরও নিজের সিদ্ধন্তে অনড় ট্রাম্প।
যদিও ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার রোববার সকালে এক টুইট-বার্তায় ট্রাম্পের সঙ্গে জামাতা কুশনারের আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন।
সোমবার একাধিক মামলা করবেন এবং এ জন্য আইনজীবীদের প্রস্তুত থাকতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনী ফল প্রত্যাখ্যান ও ট্রাম্পের একগুঁয়েমিকে কেন্দ্র করে চলমান সংকট আরো প্রকট হতে শুরু করেছে। রিপাবলিকান দলের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।
দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং ঘনিষ্ঠ সিনেটর সিদ্ধান্তে অনড় থেকে আইনি চ্যালেঞ্জের পথে এগোতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, ডজনখানেক রিপাবলিকান সিনেটর নির্বাচনের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ও সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। গণমাধ্যমে তাঁরা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মিথ্যা তথ্য ও বক্তব্যে দেশবাসীর কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
এদিকে, নির্বাচনের ফল প্রকাশের তিন দিন পার হলেও নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানাননি বর্তমান প্রেসিডেন্ট। সোমবার সকাল পর্যন্ত প্রেসিডেন্টের প্রচার বিভাগের কোনো প্রতিনিধি বা হোয়াইট হাউসের কোনো কর্মকর্তা বাইডেনের প্রচার বিভাগের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করেননি।
জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা সাইমন স্যান্ডারস রোববার সিএনএনকে বলেন, ‘এখনো হোয়াইট হাউস থেকে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে কেউ আসেনি।’
হোয়াইট হাউস দখলের লড়াইয়ে নির্বাচনের পর চার দিন রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান হয় শনিবার। ব্যাটেলগ্রাউন্ড হিসেবে খ্যাত পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের পর ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজনীয় ২৭০ ম্যাজিক ফিগার পার করেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।