পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭
পাকিস্তানের পুলিশ সদর দপ্তরের ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে ১৭ জন নিহত এবং ৮০ জন আহত হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দুপুরের নামাজের সময় এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে এএফপির এক প্রতিবেদকের বরাতে এনডিটিভি তার প্রতিবেদনে বলেছে, মসজিদের ছাদ ও দেয়ালের কাঠামোর কিছু অংশ ধসে পড়েছে ও আহতদের ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
পেশোয়ারের প্রধান হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম খান বলেন, ‘আমরা মৃতদেহ পেয়েছি। এটি একটি জরুরি পরিস্থিতি।’ তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ৩৯ জনের মতো আহতকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।’