পাকিস্তানে মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুর, একজন গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/12/paakistaan.jpg)
পাকিস্তানের লাহোরে অবস্থিত শিখ শাসক মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। ছবি : সংগৃহীত
পাকিস্তানের লাহোর শহরে অবস্থিত উনিশ শতকের শিখ শাসক মহারাজা রণজিৎ সিংয়ের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। গত শুক্রবার এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ এক প্রতিবেদনে জানায়, এ ঘটনায় জহির নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। জহির লাহরের হরবানসপুরা এলাকার বাসিন্দা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/12/paakistaan-1.jpg)
প্রতিবেদনে বলা হয়, লাহোর শহরের শাহী কেল্লার কাছে অবস্থিত ওই ভাস্কর্যের একটি হাত ভেঙে ফেলেছে গ্রেপ্তার হওয়া জহির। তার বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্ত জহির পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছে। পুলিশকে দেওয়া বক্তব্যে জহির দাবি করেছে, রণজিৎ সিংয়ের ভাস্কর্যটি তৈরি করা উচিত হয়নি। কারণ তিনি শাসক থাকাকালীন মুসলমানদের ওপর অত্যাচার করেছিলেন।