পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত চার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/27/paakistaan.jpg)
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছে। প্রতীকী ছবি
পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট বালস্তিতানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে দুজন পাইলট এবং দুজন সেনা সদস্য।
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে আজ রোববার এ কথা জানিয়েছে। খবর দ্য ডনের।
বিবৃতিতে আরো বলা হয়, গিলগিট বালস্তিতানের সেনা হাসপাতালে মারা যাওয়া এক সেনা সদস্যকে স্কার্দু সম্মিলিত সামরিক হাসপাতাল স্থানান্তর করার সময় শনিবার সন্ধ্যায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/27/untitled-1_0.jpg)
বিবৃতিতে বলা হয়, মেজর পদমর্যাদার একজন পাইলট ও একজন কো-পাইলট এবং দুজন সৈন্য প্রাণ হারান। তবে দুর্ঘটনাস্থলে আর কারো প্রাণহানির খবর পাওয়া যায়নি।