পাকিস্তান ও চীনের কারণেই দিল্লিতে বায়ুদূষণ!
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/06/vinit-agarwal-sharda.jpg)
ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাসে যে ভয়ংকরভাবে দূষণের মাত্রা বাড়ছে, তার জন্য দায়ী পাকিস্তান ও চীন। এমনটাই দাবি করলেন ভারতের উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা।
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মেরঠের বিজেপি নেতা বিনীত আগরওয়াল শারদা বলেছেন, রাজধানী দিল্লিতে দূষিত গ্যাস ছেড়ে দিচ্ছে পাকিস্তান ও চীন।
বিজেপি নেতা বলেন, ‘যে বিষাক্ত হাওয়া দিল্লিতে ঘুরছে, সে বিষাক্ত হাওয়া সম্ভবত ভারতের প্রতিবেশী দেশ থেকেই আসছে, যারা আমাদের ভয় পায়। আমার মনে হচ্ছে, পাকিস্তান ও চীন আমাদের ভয় পেয়েই আতঙ্কে এ কাজ করছে।’
এরপরই তিনি বলেন, ‘আমাদের এটা নিয়ে তদন্ত করা উচিত। পাকিস্তান বিষাক্ত গ্যাস ছাড়ছে কি না, তা নিয়ে তদন্ত হওয়া দরকার।’
বিজেপি নেতা বিনীত আরো দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেখে হতাশায় ভুগছে পাকিস্তান। তাই বদলা নেওয়ার জন্য ভারতের রাজধানীর বাতাসে বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছে পাকিস্তান।
বিনীত বলেন, ‘পাকিস্তান জানে যুদ্ধ হলেই ভারতের কাছে হারবে তারা। মোদি ও অমিত শাহ ভারতের কেন্দ্রীয় সরকারের দায়িত্বে আসার পর থেকেই রীতিমতো হতাশায় ভুগতে শুরু করেছে পাকিস্তান।’
একই সঙ্গে রাজধানী দিল্লিতে অতিরিক্ত দূষণের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও দায়ী করেছেন ওই বিজেপি নেতা।
তিনি বলেন, ‘দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন, কারখানা থেকে নির্গত গ্যাসের ফলেই বায়ুদূষণ হচ্ছে। এমনকি ফসলের ক্ষেতে খড় পোড়ার ফলেও বায়ু দূষিত হচ্ছে। কিন্তু আমি বলব, দিল্লির বায়ুদূষণের জন্য শিল্প ও কৃষিকে দোষ দেওয়া উচিত নয়। কৃষকরা আমাদের দেশের মেরুদণ্ড। আর শিল্প না থাকলে দেশ এগোবে না।’
বিজেপির এই নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভগবান কৃষ্ণের সঙ্গে তুলনা করেছেন। পাশাপাশি অমিত শাহকে তুলনা করেছেন মহাভারতের অর্জুনের সঙ্গে। ওই বিজেপি নেতার দাবি, ‘কৃষ্ণ ও অর্জুন দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।’