প্রতিবেশিদের হামলা সহ্য করা হবে না : আফগান প্রতিরক্ষামন্ত্রী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/04/25/xiszw.jpg)
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেছেন, দেশটিতে প্রতিবেশি দেশগুলোর কোনো আক্রমণ সহ্য করবে না তালেবান প্রশাসন। আফগানিস্তানে সাম্প্রতিক বিমান হামলার ঘটনার প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেন তিনি। খবর রয়টার্সের।
সম্প্রতি আফগানিস্তানের কুনার ও খোস্ত প্রদেশে বিমান হামলায় বেশ কয়েকজনের প্রাণহানি হয়। এ হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে তালেবান প্রশাসন। তবে আফগানিস্তানের ভূখণ্ডে কোনো ধরনের হামলা চালানোর কথা স্বীকার করেনি পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, আফগানিস্তান ও পাকিস্তান ‘ভ্রাতৃত্বপূর্ণ দেশ’।
ভারপ্রাপ্ত আফগান প্রতিরক্ষামন্ত্রী গতকাল রোববার কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ‘বিশ্ব ও প্রতিবেশি দেশ দুই জায়গা থেকেই আমরা সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এর স্পষ্ট উদাহরণ হলো কুনারে আমাদের ভূখণ্ডের ওপর অভিযান। আমরা এ অভিযান সহ্য করতে পারি না। আমরা হামলা সহ্য করেছি। জাতীয় স্বার্থের কথা ভেবে আমরা তা সহ্য করেছি। পরবর্তী সময়ে আমরা তা হয়তো সহ্য করব না।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/04/25/capture_3.jpg 687w)
মোল্লা ইয়াকুব বলেন, শান্তি নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে আফগানিস্তানের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদী পাকিস্তান। ইয়াকুবের এ বক্তব্যের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয়েছিল।
জবাবে ওই মুখপাত্র বলেন, পাকিস্তান ও আফগানিস্তান হলো ভ্রাতৃত্বপূর্ণ দেশ। দুই দেশের সরকার ও জনগণ সন্ত্রাসবাদকে গুরুতর হুমকি হিসেবে বিবেচনা করে থাকে এবং দীর্ঘ সময় ধরেই এ নিয়ে ভুগছে। সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক মাধ্যমগুলো ব্যবহার করে গঠনমূলক উপায়ে দুই দেশের মধ্যে আলোচনা জরুরি। যেন আন্তসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় এবং এসব দেশের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কাজে সমন্বয় করা যায়।