বছরের প্রথম দিন বিশ্বে সবচেয়ে বেশি শিশুর জন্ম ভারতে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/02/children-india.jpg)
২০২০ সালের প্রথম দিন, গতকাল বুধবার বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি সংখ্যক শিশু জন্মগ্রহণ করেছে। গতকাল ১ জানুয়ারি ভারতে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৬৭ হাজার ৩৮৫টি। যেখানে চীনে সে সংখ্যা ৪৬ হাজার ২৯৯টি।
জানা গেছে, বছরের প্রথম দিনে বিশ্বে জন্ম নেওয়া মোট শিশুর ১৭ শতাংশই জন্মেছে ভারতে। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এর পর রয়েছে নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, কঙ্গো, ইথিওপিয়া ও পাকিস্তান।
জনসংখ্যার নিরিখে বিশ্বে ভারত বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু যে হারে ভারতে জনসংখ্যা বাড়ছে, তাতে আগামী দিনে বদলে যেতে পারে এই চিত্র। ভারতে বর্তমান হারে জনসংখ্যা বাড়তে থাকলে ভারত আগামী সাত বছরের মধ্যে চীনকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে আসতে পারে।
এদিকে ভারতের অর্থনৈতিক অবস্থার যে হাল, তাতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশটিতে তৈরি হচ্ছে দরিদ্রতা ও বেকারত্ব সমস্যা। প্রয়োজন জন্মনিয়ন্ত্রণের, অথচ ক্রমেই জনবিস্ফোরণের দিকে এগোচ্ছে ভারত।