বেলজিয়ামে স্কুলভবন ধসে পাঁচজনের প্রাণহানি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/20/d76c9b33ce8f880dc7a986960ac40628.jpg)
বেলজিয়ামের আনটুয়ার্প নগরীতে নির্মাণাধীন একটি স্কুলভবন আংশিক ধসার একদিন পর পাঁচ শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
নগরীর ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে নিখোঁজ সবার হিসাব মিলেছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রোকে সঙ্গে নিয়ে দেশটির রাজা ফিলিপ শনিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার। বাকিদের পরিচয় জানা যায়নি। শুক্রবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় নয়জন আহত হয়েছে।
স্কুলটি নির্মাণাধীন থাকায় ওই সময় কোনও শিক্ষার্থী সেখানে উপস্থিত ছিল না। দুর্ঘটনার কারণ জানা যায়নি। হতাহত সবাই নির্মাণ কোম্পানি ডেমোকোর উপ-ঠিকাদার।
বার্তা সংস্থা বেলগা’র খবরে এ কথা জানিয়ে বলা হয়েছে, ডেমোকো’র ব্যবস্থাপনা পরিচালক ফ্রেডরিক বিজনেন্স বলেছেন, দুর্ঘটনার কারণ জানতে ব্যাপক পরিসরে তদন্ত শুরু করা হবে।