বেলুচিস্তানের সাবেক প্রধান বিচারপতি বন্দুক হামলায় নিহত
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নূর মেসকানজাই বন্দুক হামলায় নিহত হয়েছেন। শুক্রবার বাড়ির পাশের একটি মসজিদে এশার নামাজ পড়ার সময় মেসকানজাইকে গুলি করে হত্যা করা হয়। ডনের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
খারানের পুলিশ সুপার আসিফ হালিম ডনকে বলেন, ‘খারান এলাকায় মসজিদের বাইরে মোহাম্মদ নূর মেসকানজাইয়ের ওপর হামলাকারীরা গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান।
‘নির্ভীক বিচারকের’ মৃত্যুতে শোক প্রকাশ করে বেলুচিস্তানের চিফ মিনিস্টার মীর আব্দুল কুদুস বিজেঞ্জো বলেছেন, তাঁর সেবা ‘অবিস্মরণীয়’। শান্তির শত্রুদের কাপুরুষোচিত আক্রমণ জাতিকে ভয় দেখাতে পারে না।’
নূর মেসকানজাই ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর বেলুচিস্তানের খারানে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৮ সালের ৩১ আগস্ট অবসর গ্রহণ করেন নূর মেসকানজাই। পরে তিনি ফেডারেল শরীয়ত কোর্টের প্রধান বিচারপতি হিসাবে ২০২২ সাল পর্যন্ত নিয়োগ পান।