বেলুচিস্তানে বন্দুকধারীদের হামলায় সাত সেনা সদস্য নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/28/paakistaan.jpg)
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় দেশটির সাত সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার গভীর রাতে প্রদেশের হারনাই অঞ্চলে আধাসামরিক ফ্রন্টিয়ার কর্পসের একটি ফাঁড়িতে এ হামলা হয়।
হামলার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময়ের সময় সাত সেনা সদস্য নিহত হয়েছে বলে রোববার এক বিবৃতিতে জানায় পাকিস্তান সেনাবাহিনী। খবর রয়টার্সের।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/28/paakistaan-1.jpg)
হামলাকারীরা যেন পালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে; বন্দুকধারীদের ধরতে বিস্তৃত অভিযানও শুরু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
‘রাষ্ট্রবিরোধী শক্তি সমর্থিত বৈরি উপাদানের এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে বেলুচিস্তানে কষ্টে অর্জিত শান্তি ও সমৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না,’ বিবৃতিতে বলেছে পাকিস্তানের সেনাবাহিনী।
বেলুচিস্তানে এ হামলা ও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান।