বড় জয়ের জন্য কিছু ‘উত্সর্গ’ করতে হয়, নন্দীগ্রামে হারের পর বললেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে কে জিতেছেন, তা নিয়ে একটা সময় রীতিমতো ধন্দ তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারিভাবে কিছু জানানো না হলেও গতকাল রোববার সন্ধ্যার দিকে নন্দীগ্রামে নিজের হার স্বীকার করে নেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, লড়াইয়ের জন্য কিছু ‘উত্সর্গ’ করতে হয়। সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
পশ্চিমবঙ্গে ঘাসফুল শিবিরের দাপুটে পারফরম্যান্সের দিন গতকাল সন্ধ্যায় কালীঘাটে সংবাদ সম্মেলনে নিজ থেকেই নন্দীগ্রাম প্রসঙ্গে মমতা বলেন, ‘নন্দীগ্রামের জন্য চিন্তা করবেন না। একটা জিনিস মনে রাখবেন, বড় জয়ের জন্য আপনাকে কিছু উত্সর্গ করতে হয়। আমি নন্দীগ্রামের জন্য লড়াই করেছি। আমি একটা আন্দোলন চালিয়েছি। নন্দীগ্রাম যা রায় দিয়েছে, তা স্বীকার করে দিয়েছি। এটা শুধু ম্যাচ ছিল।’
রোববার নন্দীগ্রামের ফল নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলে মমতা এবং বিজেপিপ্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে। প্রথম কয়েক রাউন্ডে শুভেন্দু অনেকটা এগিয়ে গেলেও ক্রমেই ব্যবধান কমিয়ে ফেলতে থাকেন মমতা। একটা সময় কিছুটা এগিয়েও যান। কিন্তু শেষের দিকে আবার লড়াইয়ে ফিরে আসেন শুভেন্দু। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৬ রাউন্ডের গণনার শেষে শুভেন্দুর চেয়ে ৮২০ ভোটে এগিয়েছিলেন মমতা। হাড্ডাহাড্ডি শেষ রাউন্ড শুরু পর সংবাদ সংস্থা এএনআই জানায়, এক হাজার ২০০ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। যদিও কিছুক্ষণ পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, মমতা নয়, নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু। ফলে নন্দীগ্রামে ঠিক কী হয়েছে, নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

এর মধ্যেই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘কোনও কনফিউশন নেই, বরং ভালোই হয়েছে। না হলে বার বার করে অতদূরে যেতে হতো। ভালোই হয়েছে। মানুষ যা করেছেন, ভালোর জন্যই করেছেন। আমি তাঁদের সেলাম জানাতে চাই। তাঁরা যে রায় দিয়েছেন, তা ঠিক আছে। তবে আমি কোর্টে যাব। কারণ আমার কাছে খবর আছে, জয়ের বিষয়ে ঘোষণা হওয়ার পরেও কিছু কারচুপি হয়েছে। সুতরাং সেই কারচুপি কী, তা আমি খুঁজে বের করব। পর্যালোচনা করব এবং প্রয়োজনে কোর্টে যাবে।’
শেষ পর্যন্ত রোববার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখানো হয় যে, নন্দীগ্রামে জিতে গেছেন শুভেন্দু অধিকারী। জয়ের ব্যবধান একেবারেই কম। তার আগেই অবশ্য নন্দীগ্রামে ভোট পুনর্গণনার দাবি জানায় তৃণমূল কংগ্রেস। তবে, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ভোট পুনর্গণনা করা হবে না।