ভুলে গ্রেপ্তার করা সৌদি যুবককে ছেড়ে দিল ফ্রান্স
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/12/09/khashoggi.jpg)
সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা সৌদি যুবককে ছেড়ে দিয়েছে ফ্রান্স। পরিচয়গত অসামঞ্জস্যতার কারণে ভুলক্রমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।
খালেদ আয়েদ আল-ওতাইবি নামের ওই যুবক প্যারিস থেকে সৌদি আরবে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।
প্যারিসের চালর্স দ্য গল বিমানবন্দরে রিয়াদগামী ফ্লাইটে ওঠার সময় আল-ওতাইবিকে গ্রেপ্তার করা হয়।
জামাল খাসোগি হত্যাকাণ্ডে যে ২৬ জন সৌদি নাগরিককে তুরস্ক সরকার খুঁজছিল, তাঁদের একজন সৌদি নিরাপত্তা কর্মকর্তার নামও খালেদ আয়েদ আল-ওতাইবি। এ ছাড়া তাঁর নামে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
সৌদি সরকারের কড়া সমালোচক জামাল খাসোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভেতর হত্যা করা হয়।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/12/09/khashoggi-insert.jpg 687w)
সৌদি আরব জানিয়েছিল, দ্য ওয়াশিংটন পোস্টের সাবেক সাংবাদিক খাসোগি একদল গুপ্তচরের ‘বেপরোয়া অভিযানে’ নিহত হন। সৌদি আরবের বক্তব্য ছিল—ওই গুপ্তচরদের পাঠানো হয়েছিল খাসোগিকে সৌদি আরবে ফিরতে রাজি করানোর জন্য।
কিন্তু, তুরস্কের কর্মকর্তাদের দাবি—ওই গুপ্তচরেরা সৌদি সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এ হত্যাকাণ্ড চালিয়েছে।
খাসোগি হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয় এবং এ ঘটনায় সৌদি আরবের পরোক্ষ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।