মাঙ্কিপক্সকে বৈশ্বিক জরুরি অবস্থা জারির বিষয়ে ডব্লিউএইচওর কমিটি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/06/15/mankey_pox.jpg)
মঙ্কিপক্সের প্রতীকী ছবি
আফ্রিকার বাইরেও আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি স্বাস্থ্য অবস্থা হিসেবে বিবেচনা করা উচিত কি না, তা নির্ধারণ করতে বিশেষজ্ঞদের একটি জরুরি কমিটি গঠন করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
গতকাল মঙ্গলবার ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, তিনি ২৩ জুন জরুরি কমিটি আহ্বান করার সিদ্ধান্ত নিয়েছেন। কেননা ভাইরাসটি আফ্রিকার বাইরের দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে।
মাঙ্কিপক্সকে একটি আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি বিষয় হিসাবে ঘোষণা করা মানে রোগটিকে বিশ্বব্যাপী একটি হুমকি বলে গণ্য করা।
যুক্তরাজ্য সোমবার জানিয়েছে, দেশে মাঙ্কিপক্সের ৪৭০টি কেস শনাক্ত হয়েছে, যার বেশিরভাগই সমকামি বা উভকামি পুরুষদের মধ্যে রয়েছে।
টেড্রোস বলেছেন, ডব্লিউএইচও মাঙ্কিপক্সের টিকা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে।