মার্কিন নির্বাচন : এখন ফলের অপেক্ষা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। অঙ্গরাজ্যগুলোতে চলছে ভোট গণনা। ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন ফলের অপেক্ষায় আছে অঙ্গরাজ্যগুলো।
এর মধ্যে বিশেষ করে জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফলের দিকে বিশ্লেষকরা বিশেষ আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন – কারণ এটি একটি ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’। অঙ্গরাজ্যটিতে ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করা হচ্ছে। জর্জিয়ার ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৬টি।
আজ সবার আগে ভোটগ্রহণ শেষ হয় ইন্ডিয়ানা ও কেনটাকি অঙ্গরাজ্যের কিছু কিছু অংশে।
কেনটাকি অঙ্গরাজ্যের ওই অংশগুলোতে সন্ধ্যার দিকেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছিল কেন্দ্রগুলোতে। আর ইন্ডিয়ানা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নিজ রাজ্য।
দুটিই ঐতিহ্যগতভাবে রিপাবলিকান অঙ্গরাজ্য এবং এ দুটিতেই ট্রাম্প জিতবেন বলে মনে করা হয়।