‘মিলানের কোকেন কিং’ রোকো মোরাবিতো গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/25/7.jpg)
‘মিলানের কোকেন কিং’ নামে পরিচিত ইতালিয়ান মাফিয়া বস রোকো মোরাবিতো। ছবি : সংগৃহীত
পলাতক ইতালিয়ান মাফিয়া বস রোকো মোরাবিতোকে উত্তর-পূর্ব শহর হোয়াও পেসোয়া থেকে গ্রেপ্তার করেছে ব্রাজিলিয়ান পুলিশ। খবর বিবিসি।
ব্রাজিলের বিচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মোরাবিতোকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দুইজন বিদেশি ও একজন ইতালিয়ানকে। গ্রেপ্তারের সময় হোয়াও পেসোয়ার একটি হোটেলে অবস্থান করছিলেন রোকো মোরাবিতো।
‘এনদ্রাঙ্গেটা অপরাধ চক্রের’ সন্দেহভাজন প্রধান মিলানের ‘কোকেন কিং’ নামে পরিচিত মোরাবিতো ১৯৯৪ সাল থেকে ইতালির ‘মোস্ট ওয়ান্টেড’ পলাতকদের একজন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/05/25/capture_1.jpg 658w)
২০১৭ সালে উরুগুয়েতে গ্রেপ্তার হয়েছিলেন মোরাবিতো। তবে ইতালিতে প্রত্যর্পণের অপেক্ষার সময় দুই বছর পর জেল থেকে পালিয়ে যান তিনি।
ইতালির আদালত তার অনুপস্থিতিতে তাকে ৩০ বছরের কারাদণ্ডের শাস্তি দিয়েছে।