যুদ্ধ বন্ধে ইয়েমেন সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চুক্তি
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করতে চুক্তিবদ্ধ হয়েছে দেশটির সরকার। সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যকার কয়েক মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরবের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চুক্তি অনুযায়ী ইয়েমেনের উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে সমসংখ্যক সদস্য নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠিত হবে।
২০১৫ সাল থেকে ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে সৌদি নেতৃত্বাধীন বহুদেশীয় জোট। ইয়েমেন সরকার ও দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীরা উভয়ই এ জোটের অংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
কিন্তু গত আগস্টে সৌদি মদদপুষ্ট সরকারি বাহিনীর কাছ থেকে এডেন শহরের দখল নেয় সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা।
এদিকে ইয়েমেন গৃহযুদ্ধ বন্ধে গতকাল মঙ্গলবারের এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে জাতিসংঘ।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনে চলমান সংঘাতের জেরে দেশটি বিধ্বস্ত হয়ে পড়েছে এবং অন্তত সাত হাজার বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে।
তবে নিহতের সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে ইয়েমেনে সংঘর্ষে ১২ হাজার বেসামরিক নাগরিকসহ এক লাখ মানুষ হতাহত হয়েছে।
২০১৪ সালে রাজধানী সানা দখলে নেওয়ার পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুতি বিদ্রোহীরা। তার পর থেকেই দেশের বাইরে তিনি।
হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট। হুতি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রের সহায়তায় সৌদি ও আরব আমিরাত নেতৃত্বাধীন জোট ইয়েমেনে এখন পর্যন্ত অন্তত ১৮ হাজারবার বিমান হামলা পরিচালনা করেছে।
চলতি বছরে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির আরো কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। কয়েক বছর ধরে চলে আসা এই যুদ্ধের অবসানে দেশটির বিদ্রোহীদের সঙ্গে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে জাতিসংঘ।