রাজপথে রক্তবন্যা : জমকালো পার্টিতে ব্যস্ত মিয়ানমারের জেনারেলরা
মিয়ানমারের জান্তা সরকার দেশটির সশস্ত্র বাহিনী দিবসে সেনাঅভ্যুত্থানবিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে অন্তত ১১৪ জনকে করেছে। আর সেই রাতে জমকালো পার্টিতে মেতে উঠে মিয়ানমারের জেনারেলরা।
গত শনিবার ছিল মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, ওইদিন দেশজুড়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১১৪ বিক্ষোভকারী নিহত হয়। যা গত ১ ফেব্রুয়ারির সেনাঅভ্যুত্থানের পর দেশটির সবথেকে রক্তাক্ত দিন।
এত প্রাণের বলি, রাজপথে এত রক্তও ‘জনগণকে সুরক্ষা দেওয়ার ও গণতন্ত্রকে সমুন্নত রাখার’ ফাঁকা বুলি আওড়ানো মিয়ানমারের জেনারেলদের তাদের আনন্দ আয়োজন থেকে বিরত রাখতে পারেনি।
অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সেনাপ্রধান মিন অং হ্লাইয়াং সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জমকালো পার্টির আয়োজন করেন। যাতে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৯৪৫ সালে জাপানের দখলদারিত্বের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর প্রতিরোধ গড়ে তোলার দিনকে স্মরণ করে প্রতিবছর ২৭ মার্চ মিয়ানমারে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।
মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে পার্টির কিছু ছবি দেখানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওইসব ছবিতে দেখা যায় মিন অং হ্লাইয়াং সাদা রঙের ইউনিফর্ম পরে আছেন, গলায় বো টাই বাঁধা। লালগাচিলার উপর দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, মুখে হাসি। অন্য ছবিতে নৈশভোজের জন্য সবার সঙ্গে বড় একটি টেবিলে বসে আছেন তিনি।