রুশ সামরিক যানবাহনে ‘জেড’ চিহ্ন কেন?
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার সামরিক বাহন ব্যবহার করা হচ্ছে। দেশটির ভূখণ্ডে রুশ ট্যাংক ও সামরিক যানের উপস্থিতি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব বাহনের সবগুলোতেই বাইরের অংশে ইংরেজি ‘জেড’ অক্ষর লেখা। এমনকি ইউক্রেনে অবস্থানরত রুশপন্থীরা ‘জেড’ চিহ্ন সংবলিত পোশাকের ব্যবহার করছেন।
এই ‘জেড’ চিহ্ন ব্যবহারের কারণ নিয়ে কৌতূহল ছড়িয়েছে পশ্চিমা সংবাদমাধ্যমে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
ডিজিটাল অনুসন্ধানকারীদের অনুমান, সিরিলিক বর্ণমালার পরিবর্তে রোমান অক্ষরে লেখা ‘জেড’ চিহ্ন মস্কোর পরবর্তী পদক্ষেপগুলো সম্পর্কে ইঙ্গিত বহন করতে পারে।
সামরিক বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, ইউক্রেনের উদ্দেশে রুশ সামরিক যানগুলো ছেড়ে যাওয়ার আগে সেগুলোতে ‘জেড’ চিহ্ন লিখে রাখা হচ্ছে। অনেকে জেড চিহ্নকে ‘জা পোবেডি’ (বিজয়) হিসেবে উল্লেখ করছেন। অনেকে আবার এটিকে ‘জাপাড’ (পশ্চিম) বোঝাতে ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া অনেকে আবার মনে করছেন, ‘জেড’ চিহ্ন ক্রেমলিনের বিশেষ পরিভাষায় ‘লক্ষ্য নম্বর ওয়ান’, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বলা হচ্ছে, মাত্র কয়েকদিন আগে উদ্ভাবিত এই প্রতীকটি নতুন রুশ আদর্শ ও জাতীয় পরিচয়ের প্রতীক হয়ে উঠেছে।
অবশ্য রুশ এই প্রতীকের অনেক সমার্থক অর্থও খুঁজে পাওয়া গেছে। এরই মধ্যে রাশিয়ার অনেক বেসামরিক নাগরিক এবং ব্যবসায়ীরা স্বেচ্ছায় তাদের গাড়িতে ‘জেড’ চিহ্ন ব্যবহার করা শুরু করেছেন।
পর্যবেক্ষকদের অনেকেই বলছেন যে, এই ধরনের চিহ্নগুলো রুশ সহযোদ্ধাদের যুদ্ধক্ষেত্রে তাদের নিজস্ব যানবাহন শনাক্ত করতে এবং ফ্রেন্ডলি ফায়ার এড়াতে সংকেত হিসেবে কাজ করছে।
গত ২২ ফেব্রুয়ারি রুশ সামরিক যানগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে প্রবেশ করার পর সেগুলোর গায়ে প্রথম ‘জেড’ প্রতীকটি দেখা যায়। বেশ কিছু টুইটে দাবি করা হয়, সামরিক বাহিনীর পদাতিক ইউনিটকে বোঝাতেই এই চিহ্নটি ব্যবহার করা হয়ে থাকতে পারে।
অবশ্য রুশ সামরিক যানে জেড প্রতীকের ব্যবহার এবারই প্রথম নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট’র তথ্য অনুযায়ী, ২০১৪ সালে রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের সময়ও রুশ সামরিক যানগুলোর গায়ে ‘জেড’ চিহ্ন দেখা গিয়েছিল।