শ্রীলঙ্কায় ভারি বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসে ১৬ জনের মৃত্যু
শ্রীলঙ্কায় ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে। খবর ফ্রান্স২৪-এর।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র রোববার জানায়, বন্যা ও ভূমিধসের ফলে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে দশটি জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী কলম্বোর পাশাপাশি অনেক জায়গার রাস্তাঘাট ডুবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ।
ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ৬০ হাজারের বেশি পরিবারের পাশাপাশি ছয় শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের কথা নিশ্চিত করেছে প্রশাসন।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার জন্য দেশটির বিভিন্ন জেলায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।