শ্রীলঙ্কায় সরকারবিরোধীদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার অঙ্গীকার
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আজ শুক্রবার একটি ঐকমত্যের সরকার গঠনের কাজ শুরু করবেন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ৬টায় দেশটির ২৬তম প্রধানমন্ত্রী হিসেবে বিক্রমাসিংহেকে শপথ পড়ান লঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।
কিন্তু, প্রধানমন্ত্রী পদে বিক্রমাসিংহের নিয়োগের পরও দেশটির বিপর্যয়কর অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে। বিক্ষোভকারীরা তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
এর আগে, সহিংসতা ছড়িয়ে পড়ায় প্রেসিডেন্টের বড় ভাই মাহিন্দা রাজাপাকসে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের পর মাহিন্দা রাজাপাকসে একটি সামরিক ঘাঁটিতে আত্মগোপনে চলে যান।
দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত নয় জন নিহত ও অন্তত ৩০০ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিক্ষোভে অংশ নেওয়া চামালগে শিবকুমার বলেন, ‘আমাদের জনগণ যখন ন্যায়বিচার পাবে, তখন আমরা এই সংগ্রাম বন্ধ করব।’
‘তারা যাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করুক, জনগণের স্বস্তি না পাওয়া পর্যন্ত আমরা এই সংগ্রাম বন্ধ করব না,’ যোগ করেন চামালগে শিবকুমার।