৭ ঘণ্টায় ১০১ রোগীর অস্ত্রোপচার করলেন চিকিৎসক
মাত্র সাত ঘণ্টায় অন্তত ১০১ জন নারীর বন্ধ্যাকরণের অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে ছত্তিশগড়ের একজন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে। এ নিয়ে শোরগোল উঠতেই তদন্তের নির্দেশ দিয়েছে ছত্তিশগড় সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
ভারতীয় স্বাস্থ্য বিভাগের নিয়ম অনুযায়ী, একজন চিকিৎসকের এক দিনে ৩০টির বেশি অস্ত্রোপচার করার অনুমোদন নেই। সে ক্ষেত্রে এত বেশি সংখ্যক অস্ত্রোপচার কেন করা হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। এর কারণে শাস্তির মুখেও পড়তে পারেন ডা. জিবনুস এক্কা।
ছত্তিশগড় রাজ্যে রাজধানী রায়পুর থেকে ৩০০ কিলোমিটার দূরের মৈনপতের নর্মদাপুরে গত ২৭ আগস্ট নারীদের বন্ধ্যাকরণের জন্য চিকিৎসা ক্যাম্প বসানো হয়। সেদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১০১ জন নারীর অস্ত্রোপচার সম্পন্ন করেন ডা. জিবনুস এক্কা।
এর আগে ২০১৪ সালে ভারতের ছত্তিশগড়েই বন্ধ্যাকরণের অস্ত্রোপচার করাতে গিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে সে সময়ও প্রবল বিতর্ক ছড়ায়।