যুক্তরাজ্যে ১৯৭ বিলিয়ন পাউন্ডের সাইবার নিরাপত্তা কেন্দ্র
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/14/photo-1487067822.jpg)
কালের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে ব্যক্তি ও রাষ্ট্রের প্রয়োজন হয় নানা নতুন অনুষঙ্গ ও বিভাগের। আজ ১৯৭ বিলিয়ন পাউন্ডে যে সাইবার নিরাপত্তা কেন্দ্রের উদ্বোধন করলেন যুক্তরাজ্যের রানি এলিজাবেথ, তাঁর প্রয়োজন হয়তো ১০ বছর আগেও অনুভব করা যায়নি।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মঙ্গলবার দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র উদ্বোধন করবেন। রাশিয়া থেকে চালানো ক্রমবর্ধমান সাইবার হামলা ঠেকানো ও যুক্তরাজ্যের প্রচেষ্টা বাড়াতে নতুন এ কেন্দ্র চালু করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির খবরে জানা যায়, ৯০ বছর বয়সী রানি লন্ডনে এ কেন্দ্র উদ্বোধন করবেন। এ সময় তাঁর ৯৫ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপ এবং অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ডসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী হ্যামন্ড। তিনি জানান, সাইবার হুমকি মোকাবিলায় গত নভেম্বরে সরকার ১৯০ কোটি পাউন্ডের বিভিন্ন কৌশলের কথা জানিয়েছিল। এর অংশ হিসেবে নতুন সাইবার কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে।
মন্ত্রী জানান, নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সাইবার কেন্দ্রে ১০০টি পদ সৃষ্টি করা হচ্ছে। বেসরকারি খাতে কর্মরতদের অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে।
ব্রিটেনের গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ জানায়, ওয়েবসাইট ও ই-মেইল অ্যাকাউন্টগুলো উন্নত সুরক্ষার মতো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই সাইবার কেন্দ্র চালুর লক্ষ্য।
সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা সিয়ারান মার্টিন সানডে টাইমসকে এক সাক্ষাৎকারে বলেন, কিছুদিনের মধ্যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। আর সংশ্লিষ্ট কর্মীরা এ ধরনের হামলা ঠেকাতে তৎপর।