স্টকহোমে মানুষের ভিড়ে লরি, নিহত ৫

সুইডেনের স্টকহোমে মানুষের ভিড়ে লরি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। আজ শুক্রবার স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
সুইডেনের পুলিশের দাবি, এটি সন্ত্রাসী হামলা। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আহতের সংখ্যা প্রচুর।
এদিকে সুইডেনের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লরিটি ‘ছিনতাই’ করে নেওয়া হয়েছিল।
দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন জানিয়েছেন, ঘটনাটি একটি ‘সন্ত্রাসী হামলা’। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
ঘটনাস্থল ড্রটনিঙ্গাটান সড়কটি রক্তে লাল হয়ে যায়। রাস্তটি সব সময় ব্যস্ত। কারণে এখানে অনেক শপিং মল আছে।
যুক্তরাজ্যে লন্ডনে ওয়েস্টমিনস্টার সেতুতে হামলার দুই সপ্তাহের মধ্যেই স্টকহোমে হামলার ঘটনাটি ঘটল।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি এসে দেখেন লরিটি দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অন্য একজন জানান, পুরো সড়কে পড়ে ছিল মানুষের শরীর। বিশেষ করে নিহতদের লাশগুলো ঢেকে রাখার চেষ্টা করছিল সবাই।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, লরিটি সুইডিশ প্রতিষ্ঠান স্পেনড্রাপসের। তবে ঘটনার আগে লরিটি ছিনতাই করে দুর্বৃত্তরা।