পাকিস্তানে তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়াল
তীব্র তাপপ্রবাহে পাকিস্তানের সিন্ধু প্রদেশে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, প্রদেশের বিভিন্ন জায়গায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১ জনে।
ইসলামাবাদভিত্তিক দ্য ডন-এর খবরে বলা হয়, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার শুরু হওয়া এ তাপদাহে গতকাল বুধবার প্রদেশে ২২৯ জন মারা গেছে।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৪০ হাজার লোক হৃদরোগে (হিটস্ট্রোক) আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাত হাজার ৫০০ জনকে জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে (জেপিএমসি) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩১১ জন।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যায় শুরু হওয়া হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার জনের মধ্যে এক হাজারের বেশি লোক মারা গেছে। এদের মধ্যে ৯৫০ জনই করাচির বাসিন্দা।
বিভিন্ন হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, করাচিতে মৃত ৯৫০ জনের মধ্যে ৭২৯ জন মারা গেছে সরকারি হাসপাতালে। আর ২২১ জন মারা গেছে বেসরকারি হাসপাতালে।