যুদ্ধে জড়াতে কংগ্রেসের অনুমোদন চাইলেন ওবামা
আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে কংগ্রেসের অনুমোদন চাইলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ১৩ বছর পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট কংগ্রেসের কাছে এমন অনুমোদন চাইলেন।
আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে ব্যবহারের জন্য বুধবার সকালে একটি খসড়া প্রস্তাব হাতে পান দেশটির আইন প্রণেতারা। ক্যাপিটল হিলের কংগ্রেসম্যানরা এই অনুরোধটি পাওয়ার কিছুক্ষণ পরই হোয়াইট হাউস ঘোষণা করে, প্রেসিডেন্ট ওবামা এ ব্যাপারে বুধবার দুপুরে ভাষণ দেবেন।
খসড়া প্রস্তাব অনুযায়ী, যৌথ অনুমোদন মিললে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ শুরুর আনুষ্ঠানিক অনুমতি পাবেন। তবে তিনি তিন বছরের বেশি যুদ্ধ চালাতে পারবেন না। এ ছাড়া প্রাণঘাতী স্থলযুদ্ধ চালানোর ব্যাপারেও থাকবে বিধি-নিষেধ। কেবল অপরিহার্য হয়ে পড়লেই চালানো যাবে স্থল আক্রমণ।
কংগ্রেসের কাছে পাঠানো চিঠিতে ওবামা ব্যাখ্যা করেন, তিনি স্থল আক্রমণ চালানোর জন্য যে বিশেষ ক্ষমতা পাবেন, তা ব্যবহার হবে আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে কিংবা আইএসের নেতাদের বিরুদ্ধে অভিযান চালাতে।
ওবামা আইনটির খসড়াতে আইএসের হুমকি সম্পর্কে কংগ্রেসকে অবহিত করেন। তিনি লিখেন, আইএস এবং আইএসআইএল ইরাক, সিরিয়া ও মধ্যপ্রাচ্যের সীমান্তবর্তী দেশ এবং জণগণের জন্য একটি বড় হুমকি। ওই অঞ্চলের কর্মরত আমেরিকানদের জন্যই এরা বড় হুমকি। এই সংগঠনগুলো ওই অঞ্চলে কর্মরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুরও কারণ হতে পারে।
সর্বশেষ এই সিদ্ধান্ত ২০০২ সালে ইরাক যুদ্ধের জন্য দায়ী প্রেসিডেন্ট বুশের স্বাক্ষরিত 'সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যবহারের অনুমোদনকে' বিলোপ করবে। ওবামা ২০১১ সালে ইরাক থেকে আমেরিকান সেনাবাহিনীকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু সামরিক অনুমোদনটি এত দিন পর্যন্ত বহাল ছিল।