ব্রিজ ভেঙে সেনাবাহী ট্রেন খালে, নিহত ১৮
পাকিস্তানে সেনাবাহিনীর সদস্যদের বহনকারী একটি বিশেষ ট্রেন দুর্ঘটনাকবলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
বৃহস্পতিবার শিল্পনগরী গুজরানওয়ালার কাছে চানাওয়ান খাল পার হওয়ার সময় ব্রিজ ভেঙে গেলে ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে বলে সেনা মুখপাত্রের বরাতে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন। প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা জানিয়েছেন, ঘটনাটি দুর্ঘটনা হলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসীম বাজওয়া আজ শুক্রবার বিকেলে টুইটারে এক বার্তায় জানান, এ পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৮০ জন যাত্রীকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মী ও ডুবুরিরা। এঁদের মধ্যে অন্তত আটজন আহত হয়েছেন। এ ছাড়া আরো অনেকে নিখোঁজ রয়েছেন।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, নিহতদের মধ্যে ইউনিট কমান্ডার, তাঁর স্ত্রী ও মেয়ে রয়েছেন।
পাকিস্তান রেলওয়ের মুখপাত্র আবদুর রউফ জানিয়েছেন, সেনা বহনকারী ট্রেনটি দুর্ঘটনার ৯০ মিনিট আগে একই ব্রিজের ওপর দিয়ে অপর একটি যাত্রীবাহী ট্রেন পার হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করে এক বিবৃতিতে শোকগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।