ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানে কার্টুন প্রদর্শনী
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ইরানে এক ব্যঙ্গ কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্পিজম’ বা ট্রাম্পবাদ।
স্থানীয় সময় গত সোমবার ইরানের রাজধানী তেহরানে এ প্রদর্শনী শুরু হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শতাধিক কার্টুনশিল্পী যোগ দেন।
এ প্রদর্শনীর সেরা পুরস্কার পায় ইরানের কার্টুন শিল্পী হাদি আসাদির একটি কার্টুন। যাতে দেখা যায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডলারের ছাপ দেওয়া জ্যাকেট পড়ে আছেন আর তাঁর মাথায় জ্বলন্ত হলুদ চুল।
ট্রাম্পিজম কার্টুন প্রদর্শনীর আয়োজকরা এর আগেও হলোকাস্ট ও ইসলামিক স্টেটের (আইএস) মতো বিষয় নিয়ে এ ধরনের প্রদর্শনী করেছেন।
এ বছরের প্রদর্শনীর লোগো ডিজাইন করা হয়েছে নাৎসি বাহিনীর প্রতীকের ওপর ইংরেজি ‘টি’ অক্ষর জুড়ে দিয়ে।
এটা নাৎসি ও ট্রাম্পের মধ্যে একটা সাদৃশ্য দাঁড় করায়। এ বিষয়ে প্রদর্শনীর আয়োজক মাসুদ শোজাই তাবেতাবেয়ি সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) বলেন, ‘ট্রাম্পবাদ মূলত বর্ণবাদ ও নাৎসিবাদের প্রতিনিধিত্ব করে। অনেকে মনে করেন, তাঁর আচার-আচরণ অনেকটা হিটলারের মতো। তিনি গণমাধ্যম ও শরণার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন।’
গত বছরের ‘হলোকাস্ট’ শিরোনামে আয়োজিত প্রদর্শনীতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যাঙ্গ কার্টুন প্রদর্শন করা হয়।
এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকজন কার্টুনশিল্পীও অংশ নেন।
যুক্তরাষ্ট্রের কার্টুনশিল্পী ক্লেটন জনেসের আঁকা কার্টুনে টাইমস ম্যাগাজিনের দুটি সংখ্যা দেখা যায়। এর একটিতে ট্রাম্পের ছবি, অন্যটিতে হিটলার।
এতে ট্রাম্প ও হিটলার দুজকেই টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে দেখানো হয়েছে। আর এতে লেখা, হিটলারকে ট্রাম্প বলছেন, ‘এটা বড় সম্মানের।’ আর জবাবে হিটলার বলছেন, ‘জা’ (জার্মান ‘জা’-এর বাংলা অর্থ হলো হ্যাঁ বা হুম।)