জেরুজালেমে শান্তি ফেরাতে আলোচনার আহ্বান পোপের

আল-আকসা মসজিদকে কেন্দ্র করে চলমান সংঘর্ষ নিরসন ও জেরুজালেমে শান্তি ফেরাতে ফিলিস্তিন ও ইসরায়েলকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।
স্থানীয় সময় গতকাল রোববার ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস চত্বরে তীর্থযাত্রীদের সামনে বক্তৃতাকালে পোপ এ আহ্বান জানান।
পোপ ফ্রান্সিস বলেন, ‘জেরুজালেমে সাম্প্রতিক সময়ে চলমান সংঘর্ষ ও উত্তেজনা খুবই উদ্বেগের। আমি মনে করি, এ সংকট নিরসনে আন্তরিক ও সংযমী সংলাপ দরকার।’
উভয় পক্ষ যেন প্রস্তাবের মাধ্যমে শান্তি আলোচনায় বসে এবং সমঝোতায় পৌঁছাতে পারে, সে জন্য প্রার্থনার আহ্বানও জানান পোপ ফ্রান্সিস।
সম্প্রতি আল-আকসা মসজিদের প্রবেশদ্বারে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিাবাদে বিক্ষোভ চলাকালে ইসরায়েলি পুলিশের গুলিতে গত শুক্রবার তিন ফিলিস্তিনি নিহত হন।
এরপর এক ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে অধিকৃত পশ্চিমতীরে তিন ইসরায়েলি নিহত হন।
শনিবার পশ্চিমতীর ও জেরুজালেমে পৃথক ঘটনায় আরো দুই ফিলিস্তিনি নিহত হন। উত্তেজনা কমিয়ে সেখানে শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকও ডাকা হয়েছে।