ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের ঐতিহাসিক সমঝোতা!
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ছয় বিশ্বশক্তি। এর ফলে তেহরানের পরমাণু কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আসবে। একই সঙ্গে দেশটির ওপর থাকা পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মঙ্গলবার ইরানের একজন কূটনীতিক এ তথ্য জানান।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এত কঠিন পরিশ্রম সার্থক হয়েছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমঝোতার জন্য তিনি দেশবাসীকে ধন্যবাদ জানান। অপর একজন ইরানি কূটনীতিক সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০২ সালে ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি প্রকাশ হয়। পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা যেন না পায়, এ লক্ষ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। তবে ইরান বরাবরই দাবি করে আসছে, এর পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। তবে পরমাণু কর্মসূচি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক সংগঠনগুলো এটি নিশ্চিত করতে পারেনি।
কয়েক বছর ধরেই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করছে ছয় পশ্চিমা শক্তি যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। আর গত কয়েকদিন অস্ট্রিয়ার ভিয়েনায় পশ্চিমা ওই ছয় দেশের সঙ্গে ইরানের আলোচনা চলছিল।