তিনজন নারী ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিল ইরান
এবার একসঙ্গে তিনজন নারী ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিল ইরান। সরকার নিয়ে সমালোচনার মুখে আজ বুধবার প্রেসিডেন্ট হাসান রুহানির সরকার এই তিন নারীকে সরকারে শামিল করল।
সদ্য নিয়োগ পাওয়া এই তিন নারী হলেন মাসুমা এবতেকার, লায়া জোনেইদি ও শাহীনদখত মৌলাভারদি। এর মধ্যে মাসুমা এবতেকার পরিবার এবং নারীবিষয়ক, লায়া জোনেইদি আইন ও শাহীনদখত মৌলাভারদি নারী অধিকারবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ পেলেন। এঁদের মধ্যে কেবল মাসুমা এবতেকারই রুহানির গত সরকারে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু বর্তমান সরকারে প্রথমে তাঁর নিয়োগের কথা থাকলেও পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মাসুমা।
সম্প্রতি ইরানে শুধু পুরুষনির্ভর মন্ত্রিসভা নিয়ে সমালোচনা হয়। সেই সমালোচনার পর হাসান রুহানির সরকার তিন নারী ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দিল।
রাষ্ট্রপতিশাসিত ইরানের শাসনব্যবস্থায় সাধারণত ১২ জন ভাইস প্রেসিডেন্ট সরকারের কাজের সমন্বয়ে নিয়োজিত থাকেন।
ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর কেবল একজন নারী মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন।
আর এই মন্ত্রিসভাতে শিয়া-সুন্নির অনুপাতটাও স্পষ্ট। শিয়া অধ্যুষিত ইরানে ৯০ বনাম ১০ এই শতাংশের হিসাবে মন্ত্রিসভায় আসন বণ্টন করা হয়।