নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইরান
উদ্বোধনের কয়েক ঘণ্টা পরই ‘খোররামশাহর’ নামের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান।
গতকাল শুক্রবার ইরানের রাজধানী তেহরানে একটি সামরিক মহড়ার সময় এই ক্ষেপণাস্ত্রটির উদ্বোধন করা হয়। পরে সেটির পরীক্ষা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ে (আইআরআইবি) প্রচারিত একটি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত একটি স্থান থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।
ওই ভিডিওতে চারটি ভিন্ন কোণ থেকে ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড বের হওয়ার দৃশ্য দেখানো হয়।
এর আগে শুক্রবার সকালে তেহরানে একটি সামরিক মহড়ায় ক্ষেপণাস্ত্রটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিসহ শীর্ষ কর্মকর্তারা।
খোররামশাহর নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারবে। এর আগে কাদর-এফ ও সেজ্জিল নামের একই ক্ষমতাসম্পন্ন দুটি ক্ষেপণাস্ত্রের উদ্বোধন করে মধ্যপ্রাচ্যের দেশটি।
নতুন এই ক্ষেপণাস্ত্রের বিষয়ে ইসলামী বিপ্লব গার্ড কোর তথা আইআরজিসির আকাশযান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেন, খোররামশাহর আকারে ছোট। এটি নিকট ভবিষ্যতে ব্যবহারের উপযোগী হবে।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘ক্ষুদ্র একগুচ্ছ দুর্বৃত্ত রাষ্ট্রের একটি’ বলে আখ্যা দেন। ইরান বিশ্ব শক্তিগুলোর সঙ্গে করা পরমাণু চুক্তি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি। এই বক্তব্যের রেশ না কাটতেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ইসলামী প্রজাতন্ত্রটি।