ওয়াসিম আকরামের গাড়িতে বন্দুকধারীর হামলা
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের গাড়িতে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। আজ বুধবার বিকেলে করাচিতে এই হামলা চালানো হয়। তিনি ওই সময় জাতীয় স্টেডিয়ামে যাচ্ছিলেন। তবে ওয়াসিম অক্ষত ও নিরাপদ রয়েছেন।
এক্সপ্রেস নিউজের এক ভিডিওচিত্রে দেখা যায়, ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে পুলিশের গাড়িতে বসেই এই ঘটনার বিষয়ে কথা বলছেন ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘কেউ একজন আমার গাড়িতে তার গাড়ি লাগিয়ে দেয়। আমি তাকে আটকাই। এরপর গাড়ি থেকে একজন নেমে গুলি চালায়। আমার মনে হয়ে সে অবশ্যই কোনো অফিশিয়াল ব্যক্তি ছিল (মুঝে লাগা কোই ডেফিনেটলি অফিশিয়াল থা কোই)। গাড়ির নম্বর নোট করেছি এবং পুলিশকে দিয়েছি। আপনাদের (গণমাধ্যম) কাজ হচ্ছে ওই ব্যক্তিকে খুঁজে বের করা। যদি সে আমার সঙ্গে এটা করতে পারে, তাহলে একজন সাধারণ মানুষের সঙ্গে কী করবে সে?’
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোচ হিসেবে দায়িত্ব পান ওয়াসিম আকরাম। তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতে করাচি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময়ই স্টেডিয়ামের কাছের কারসাজ রোডে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশের হেল্পলাইনে ফোন করে সাহায্য চান আকরাম। এ ছাড়া একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
কোনো রকম হুমকি পাওয়ার কথা অস্বীকার করে ওয়াসিম আকরাম জানান, তরুণ ফাস্ট বোলারদের প্রশিক্ষণ দিতে করাচির জাতীয় স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন তিনি। সে সময়ই ঘটনাটি ঘটে।
কোচ হিসেবে দায়িত্ব পালন ছাড়া বেশির ভাগ সময় বিশ্বের বিভিন্ন দেশে ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে কাজ করে কাটান এই সাবেক ক্রিকেট তারকা।