পাকিস্তানের ব্যাটারদের ওপর ক্ষুব্ধ ওয়াসিম আকরাম
গত শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ টি-টোয়েন্টিতে পাকিস্তান আট উইকেটে হেরেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এর জন্য দলের ব্যাটারদের কঠোর সমালোচনা করেছেন।
পাকিস্তানের ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে কথা বলতে গিয়ে আকরাম বলেন, আমাদের ব্যাটারদের ৩৬০ ডিগ্রি খেলার কথা ভুলে যাওয়া উচিত। তাদের অন্তত ১৮০ ডিগ্রি খেলার চেষ্টা করা উচিত।
পাকিস্তানি খেলোয়াড়দের পুরো মাঠে বাউন্ডারি মারার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন আকরাম, ‘বেন ডাকেট যখন ব্যাটিং করতে আসেন, তখন ফিল্ডারদের স্থির হতে দেন না। তিনি সব জায়গায় শট খেলেন। আমি যদি পাকিস্তানের বিপক্ষে খেলতাম, আমি জানতাম ব্যাটাররা শট কোথায় মারবে। সেভাবে আমাদের খেলা উচিত।’
পাকিস্তানের সাবেক এই পেসার আরও বলে, ‘৩৬০ চাওয়ার জন্য একটু বেশি, শুধুমাত্র ১৮০ ডিগ্রি খেলুন। এটি অনুশীলন করুন। সাফল্য আসতে পারে।’
আকরামের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেন ইউসুফ। তিনি বলেন, ‘আমি চেষ্টা করছি। আমি সাকলাইন ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলেছি। তারা যখন স্পিনারদের খেলবে, আমি পিছনে দাঁড়িয়ে আমাদের ব্যাটসম্যানদের বিভিন্ন ধরনের পরামর্শ দিই। এই বলে এই শটটা খেলো।’
পাকিস্তানের ব্যাটিং কোচ আরও বলেন, ‘প্রথম পর্যায় হলো নেটে অনুশীলন করা, দ্বিতীয়টি হলো খেলায় তা প্রয়োগ করা। এটি আধুনিক ক্রিকেটের দাবি। খেলোয়াড়রা এটি জানেন, তারা চেষ্টা করছেন।’