বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের ফার্গুসনে জরুরি অবস্থা
কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউনের মৃত্যুবার্ষিকীকে ঘিরে বিক্ষোভের কারণে যুক্তরাষ্ট্রের ফার্গুসন শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত রোববার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আরো একজন কৃষ্ণাঙ্গ কিশোর টাইরন হ্যারিস (১৮) গুরুতর আহত হওয়ায় শহরটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। এমনকি পরে পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে টায়রনকে অভিযুক্ত করা হয়েছে।
মিসৌরির গভর্নর জে নিক্সন বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।
২০১৪ সালের আগস্টে মাইকেল ব্রাউনকে (১৮) গুলি করে হত্যার অভিযোগ ওঠে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তবে মার্কিন বিচার বিভাগ ও গ্র্যান্ড জুরির কাছে নির্দোষ প্রমাণিত হন তিনি।
এই মৃত্যুর পর বর্ণবাদ ও পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে শহরটিতে বিক্ষোভ শুরু হয়।
বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার সেই মৃত্যুবার্ষিকী পালন করার সময় শহরের ওয়েস্ট ফ্লরিসান্ট এভিনিউ বন্ধ করে বিক্ষোভ করার সময় সেখান থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। সেখানে কয়েকজন মানুষ পুলিশকে লক্ষ্য করে পানির বোতল ছুড়লেও কোনো সহিংস ঘটনা ঘটেনি।
এর আগে সেন্ট লুইসের প্রধান বিচারালয়ের বাইরে অবস্থান ধর্মঘট করার সময় নাগরিক অধিকারকর্মী কর্নেল ওয়েস্টসহ অন্তত ৫০ জনকে আটক করে পুলিশ।
শহরজুড়ে বিক্ষোভের কারণে গতকাল স্থানীয় সময় দুপুর থেকে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।