ইরানে হামলায় জড়িত সন্দেহে ২২ জন আটক
ইরানের আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২২ জনকে আটক করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের গোয়েন্দাবিষয়ক মন্ত্রণালয় আটকের বিষয়টি নিশ্চিত করে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এদের মধ্য থেকে পাঁচজনকে প্রতিক্রিয়াশীল আরব রাষ্ট্র সমর্থিত জিহাদি গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোপন আস্তানা থেকে এই ২২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরকসহ সামরিক সরঞ্জাম জব্দ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসীদের কারা সাহায্য করছে এবং অস্ত্র সরবরাহ করছে, সেটাও চিহ্নিত করা হয়েছে।
গত শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে হামলায় নারী-শিশুসহ কমপক্ষে ২৯ জন নিহত হন।