Beta

চেক প্রজাতন্ত্রে খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩

২২ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ | আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১১:২১

ইউএনবি
চেক প্রজাতন্ত্রে কয়লা খনি বিস্ফোরণের পর উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি : সংগৃহীত

চেক প্রজাতন্ত্রে কয়লা খনি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।

গতকাল শুক্রবার ওকেডি খনি কোম্পানির মুখপাত্র ইভো চেকোভস্কি জানান, নিহতদের মধ্যে ১১ জন পোল্যান্ডের নাগরিক। বাকি দুজন চেক প্রজাতন্ত্রের। বৃহস্পতিবার বিকেলে কারভিনা শহরের কাছে ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরো ১০ জন।

এর আগে বিস্ফোরণের প্রথম দিন খনি কোম্পানির পক্ষ থেকে পাঁচজন নিহতের খবর জানানো হয়। ৮০০ মিটার গভীরে এ বিস্ফোরণ ঘটে।

এদিকে এ ঘটনায় পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। তাঁরা দুজনেই ঘটনাস্থলে যেতে পারেন বলে আশা করা হচ্ছে।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement