সিরিয়ায় সৈন্য পাঠাতে প্রস্তুত ইরান
দামেস্ক অনুরোধ করলে সিরিয়ায় সৈন্য পাঠাতে প্রস্তুত আছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান আলে এদিন বরুজারদি বৃহস্পতিবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সফরে গিয়ে এ কথা বলেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে রয়টার্স।
বৃহস্পতিবার সকালে সিরিয়া সফরে আসাদের সঙ্গে সাক্ষাৎ করে আসাদ সরকারের প্রতি ইরানের অব্যাহত সমর্থনের কথা ব্যক্ত করেন। বরুজারদি বলেছেন, ‘সিরিয়া যদি (ইরানের বাহিনীর জন্য) অনুরোধ জানায় আমরা তা বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব।’ তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে কঠোর। এর ধারাবাহিকতায় ইতোমধ্যেই সিরিয়া ও ইরাকে অস্ত্র, সাহায্য ও উপদেষ্টা পাঠিয়েছে ইরান।
ইরান প্রেসিডেন্ট বাশার-আল আসাদের প্রধান মিত্র। ২০১১ সালের মার্চ মাস থেকে আসাদ বিরোধী যুদ্ধে ইরান তাকে সহায়তা করে আসছে। আসাদের আরেক মিত্র রাশিয়া ৩০ সেপ্টেম্বর থেকে বিমান হামলার মাধ্যমে সিরিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে। বরুজারদি বৃহস্পতিবার রাশিয়ার বিমান হামলার দিকে ইঙ্গিত করে বলেন, সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধান ও শান্তি প্রতিষ্ঠা করতে সেখানে সামরিক অভিযান চলছে।
এছাড়া বরুজারদি মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের সমালোচনা করে বলেন, বিলিয়ন ডলার খরচ হলেও গত বছর থেকে সিরিয়ায় তাদের চালিয়ে যাওয়া বিমান হামলা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।