আলজেরিয়ার প্রেসিডেন্টকে অপসারণের দাবি সেনাপ্রধানের
আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল আজিজ বোতেফ্লিকাকে দেশ শাসনের অনুপযুক্ত ঘোষণা করে ক্ষমতা থেকে অপসারণের দাবি জানিয়েছেন দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
দেশটিতে চলমান প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভের মাঝেই গতকাল মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে সেনাপ্রধান বলেন, ‘সংবিধানের মধ্য দিয়ে আমাদেরকে অবশ্যই এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে হবে।’
সেনাপ্রধান আরো বলেন, ‘ভবিষ্যতের জন্য সেনাবাহিনী ও জনগণের ঐক্যবদ্ধ লক্ষ্য রয়েছে।’ রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে সংবিধানের ১০২ অনুচ্ছেদ ব্যবহারের আহ্বান জানান তিনি।
লেফটেন্যান্ট জেনারেল গায়েদ সালাহ আরো বলেন, ‘এ সমস্যার সমাধান আমাদের ঐক্যমত্যের মাধ্যমেই হবে এবং সবাই তা মেনে নেবে।’
দেশটির সংবিধান অনুযায়ী, সিনেটের প্রধান আবদেলখাদের বানসাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাবেন।
এদিকে সেনাপ্রধানের ভাষণের পরই বিশেষ বৈঠকে বসে দেশটির সাংবিধানিক পরিষদ। ২০১৩ সালে স্ট্রোক করার পর খুব কম সময়ই প্রকাশ্যে এসেছেন ২০ বছর ধরে ক্ষমতা আকড়ে রাখা ৮২ বছর বয়সী প্রেসিডেন্ট বোতেফ্লিকা।
গেল মাসে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিলেও আন্দোলনের মুখে তা আবার প্রত্যাহার করেন তিনি। এখন নির্বাচন পিছিয়ে দিয়ে শাসন দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এদিকে বিক্ষোভের মধ্যে চলতি মাসের শুরুর দিকে দেশটির প্রধানমন্ত্রী আহমেদ ওউয়াহিয়া পদত্যাগ করেন। তাঁর পরিবর্তে দায়িত্বগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী নৌরেদ্দিন বেদোই।