আইএসে যোগ দেওয়ার ষড়যন্ত্র, নিউইয়র্কে তিনজন আটক
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন ও এতে যোগ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তিনজনকে আটক করেছে যুক্তরাষ্ট্রের পুলিশ। তাঁদের মধ্যে দুজন সিরিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আখরোর সাইদাখমেতভকে (১৯) আটক করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি তুরস্কগামী একটি বিমানে উঠতে যাচ্ছিলেন, যেখান থেকে তাঁর সিরিয়ায় যাওয়ার কথা ছিল।
আটক আরেকজন হলেন উজবেকিস্তানের নাগরিক আবদুলরসুল হাসানোভিচ জুরাবোয়েভ (২৪)। তিনি এর আগে মার্চে ইন্তাম্বুল যাওয়ার জন্য টিকেট কেটে রেখেছিলেন। এসব তথ্য জানিয়েছেন ব্রুকলিনের অ্যাটর্নি লরেটা লিঞ্চ।
তৃতীয়জন উজবেকিস্তানের নাগরিক আবরর হাবিবভকে আটক করা হয়েছে সাইদাখমেতভকে অর্থ দেওয়ার অভিযোগে। তিনজনই নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা।
ব্রুকলিনের কেন্দ্রীয় আদালতের একটি শুনানিতে জুরাবোয়েভ ও সাইদাখমেতভকে হাজির করা হয়। আটক সাইদাখমেতভের আইনজীবী অ্যাডাম পার্লমুটার বলেন, তাঁর মক্কেল খুব তরুণ। তিনি তাঁর মামলার জন্য জোর দিয়ে লড়াই করবেন বলেও জানান। বুধবারই হাবিবভকে আদালতে হাজির করার কথা রয়েছে।
তিনজনের মধ্যে জুরাবোয়েভ কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর নজরে আসেন, যখন তিনি উজবেক ভাষার ওয়েবসাইটে আইএসের সঙ্গে যোগ দেওয়া ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার ইচ্ছা প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ইরাক ও সিরিয়ার বেশ কিছু এলাকা দখলকারী আইএসের বিরুদ্ধে লড়াই করছে।