জেরুজালেম সহিংসতা নিয়ে কেরি-আব্বাসের বৈঠক
জেরুজালেমে চলমান ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতা বন্ধের লক্ষ্যে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাস। আজ শনিবার জর্ডানের রাজধানী আম্মানে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
কেরি গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ ইসরাইলি-ফিলিস্তিনি সহিংসতা কমানোর লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রপ্রধানসহ সংশ্লিষ্ট আরব নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বার্লিনে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া কেরি জেরুজালেমের আল আকসা মসজিদের হেফাজতকারী জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও বৈঠক করবেন। পবিত্র এই মসজিদ প্রাঙ্গণই সহিংসতার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
উল্লেখ্য, গত তিন সপ্তাহে চলমান সহিংসতায় নয় ইসরায়েলি ও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে।