গাজার ৩১ সুড়ঙ্গ গুঁড়িয়ে দিল মিসর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/10/photo-1447128351.jpg)
ফিলিস্তিনের গাজা উপত্যকার সঙ্গে সংযোগ স্থাপনকারী ৩১টি সুড়ঙ্গ গুঁড়িয়ে দিয়েছে মিসর। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সামির নামের ওই সেনা কর্মকর্তা বলেন, ‘অক্টোবরে মিসরের সেনারা রাফাহ শহরের সীমান্ত অঞ্চলে ৩১টি সুড়ঙ্গের সন্ধান পায়। সেগুলো সফলভাবে ধ্বংস করা হয়েছে।’
ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির বৈঠকের দিন গাজার সুড়ঙ্গগুলো গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিল মিসর।
এ বিষয়ে সিসি বলেন, ‘সীমান্ত নিরাপদ’ করতেই মিসর সুড়ঙ্গ বন্ধ করে দিয়েছে। গাজা ফিলিস্তিন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকলে রাফাহ শহর দিয়ে পারাপার ‘স্বাভাবিক’ থাকত।
২০০৭ সালে গাজায় ক্ষমতাসীন হয় পিএর বিরোধী রাজনৈতিক গোষ্ঠী হামাস। এর পর থেকেই গাজা সীমান্তের ওপর কড়াকড়ি আরোপ করে মিসর। আর সীমান্তের বিভিন্ন অংশে ইসরায়েলি তৎপরতায় একরকম অবরুদ্ধ হয়ে পড়েছে গাজার ১৮ লাখ বাসিন্দা। এমন অবস্থায় গাজা থেকে মিসর অভিমুখী চোরাই সুড়ঙ্গপথগুলো গাজাবাসীর লাইফলাইন বা জীবন বাঁচানোর পথ হিসেবে বিবেচিত হয়।
সুড়ঙ্গগুলো দিয়ে মিসর থেকে প্রয়োজনীয় খাদ্য, ওষুধ, নির্মাণসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আনে ফিলিস্তিনিরা। বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে, দুই দেশের সীমান্ত অঞ্চলে বহু সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে।