নিউটনের আবিষ্কারকে আইনস্টাইনের ঘাড়ে চাপিয়ে দিলেন ভারতের মন্ত্রী (ভিডিওসহ)
যদি স্কুলের শিক্ষার্থীদেরকে প্রশ্ন করা হয়, বলতো মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন কে? সম্ভবত নির্ভুলভাবে সবাই বলবে বিজ্ঞানী আইজ্যাক নিউটন। কিন্তু একই প্রশ্ন যদি করা হয় ভারতের মন্ত্রী পীযূষ গয়ালকে তখন তিনি বলবেন মহাবিজ্ঞানী আইনস্টাইন।
মাথায় আপেল পড়ায় তা নিয়ে ভাবতে ভাবতে বিজ্ঞানী আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। এ কাহিনী সবারই জানি। যুগ যুগ ধরে সে কথাই প্রাথমিকে বিদ্যালয়ে পাঠদান করা হয়।
তবে এবার আইজ্যাক নিউটনের সেই মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কারের কৃতিত্ব কেড়ে নিলেন ভারতের এক মন্ত্রী। আর সেই কৃতিত্ব তুলে দিলেন মহাবিজ্ঞানী আইনস্টাইনের হাতে।
গত বৃহস্পতিবার দিল্লিতে বোর্ড অব ট্রেডের বৈঠকে এমনটিই বললেন মোদি সরকারের মন্ত্রী পীযূষ গয়াল।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায়, বৈঠকে ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে পীযূষ বলেন, ‘আপনারা যদি ৫ হাজার কোটি ডলারের অর্থনীতি চান, তা হলে বছরে আর্থিক প্রবৃদ্ধির হার হতে হবে ১২ শতাংশ। এখন মাত্র ৬ শতাংশ নিয়ে সন্তুষ্ট থাকছি আমরা। কিন্তু এই অংক দিয়ে পরিকল্পনা ঠিক নয়। এই অংকের সাহায্যে আইনস্টাইন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেননি। আপনারা যদি শুধু অতীতের ফর্মুলার মধ্যে আবদ্ধ থাকেন, তা হলে পৃথিবীতে নতুন কিছু আবিষ্কার হবে না।’
Reporter : Sir how India would become 5 trillion Economy in such growth rate?
Piyush Goyal : Don't look at numbers. Math never helped Einstein discover Gravity.
Fact : Gravity was discovered by Newton in 1687.
pic.twitter.com/aj58N87IgV— IRONY MAN (@karanku100) September 12, 2019
এমন খবর প্রকাশ হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসি-ঠাট্টায় ফেটে পড়েন নেটিজেনরা। অনেকেই বলেন, মন্ত্রী হয়তো দ্রুত কথা বলতে গিয়ে নিউটনের আবিষ্কারকে আইনস্টাইনের ঘাড়ে চাপিয়ে দিলেন।
পীযূষকে কটাক্ষ করে আরেকজন বলেন, ‘আপনি ঠিকই বলেছেন মিস্টার পীযূষ গয়াল। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করার জন্য অংক কষতে হয়নি। কারণ নিউটন আগেই সেটি আবিষ্কার করে ফেলেছেন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা হওয়ায় এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে পীযূষ গয়াল বলেন, ‘হ্যাঁ, ভুল বলেছি। তবে একেবারে অমূলক কথা বলিনি। আমি অন্য পরিপ্রেক্ষিতে কথাটা বলেছিলাম। কিন্তু আমার অনেক বন্ধু সেই পরিপ্রেক্ষিতটা তুলে না ধরে ভুল ব্যাখ্যা করেছেন।’