এক ঘণ্টায় অনলাইনে ৩৯০ কোটি ডলার বিক্রি
বিশ্বের সবচেয়ে জমজমাট অনলাইন কেনাকাটার দিনের প্রথম ঘণ্টায় ৩৯০ কোটি মার্কিন ডলারের পণ্য বিক্রি করেছে চীনের কোম্পানি আলিবাবা। প্রতিবছর ১১ নভেম্বর অনলাইনে এ কেনাকাটার দিন আয়োজন করা হয়। এ কারণে দিনটি সিঙ্গেলস ডিজিট বা ডাবল ইলেভেন নামেও পরিচিত। আজ বুধবার সকালে আলিবাবা বিষয়টি জানিয়েছে।
গত বছর একই দিন একই সময়ে বিক্রি হয়েছিল ২০০ কোটি মার্কিন ডলারের পণ্য। চীনের খুচরা বিক্রেতাদের কাছে দিনটি খুবই গুরুত্বপূর্ণ।
অনলাইন বিক্রেতা কোম্পানি আলিবাবা জানিয়েছে, প্রথম মিনিটে তারা ১০০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ পণ্য বিক্রি করেছে।
কোম্পানিটির সংবাদভিত্তিক ওয়েবসাইট আলিজিলার সর্বশেষ খবরে বলা হয়েছে, এরই মধ্যে তারা মোট ৬৫০ কোটি মার্কিন ডলারের ব্যবসা করেছে। এ বছর তারা নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।
সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কেনাকাটার দিন সাইবার মনডে নামে পরিচিত। বিক্রেতা প্রতিষ্ঠান কমস্কোর বলছে, এদিন যুক্তরাষ্ট্রের ১৩৫ কোটি ডলার বিক্রি হয়।
২০০৯ সালে আলিবাবার উদ্যোগে সিঙ্গেলস ডে চালু হওয়ার পর দিনটি দারুণ জনপ্রিয়তা পায়। প্রতিদ্বন্দ্বী জেডি ডটকমসহ বহু খুচরা বিক্রেতা কোম্পানি আলিবাবার সঙ্গে যোগ দেয়।
আলিবাবা বলছে, এ বছর তাদের প্ল্যাটফর্মে ২৫টি দেশ থেকে ৪০ হাজার ব্যবসায়ী ও ৩০ হাজার ব্র্যান্ডের পণ্য থাকছে। এরই মধ্যে মার্কেট অ্যাপ তাওবাও ভিজিট করেছে ১৩ কোটি ব্যবহারকারী (ইউজার)।
আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝ্যাং বলেছেন, ২৪ ঘণ্টার কেনাকাটার মধ্য প্রতি ঘণ্টায় নতুন কিছু ঘটছে। প্রথম ঘণ্টায় মোবাইল ফোন থেকেই দুই কোটি ৭০ লাখ কেনাকাটা হয়েছে। ঝ্যাং বলেন, ‘১১ নভেম্বর চীনের খরচ করার শক্তি দেখবে সমগ্র দুনিয়া।’
কেনাকাটার এই দিনে আলিবাবা চার ঘণ্টা টেলিভিশন অনুষ্ঠানের আয়োজন করে। এতে চীন ও পশ্চিমা দেশগুলোর তারকারা অংশ নেন। তাঁদের মধ্যে রয়েছেন ব্রিটিশ অভিনেতা জেমন বন্ডখ্যাত ড্যানিয়েল ক্রেইগ। এ ছাড়া ভিডিওবার্তায় চীনের বিক্রেতাদের ‘হ্যাপি সিঙ্গেলস ডে’ জানান যুক্তরাষ্ট্রের অভিনেতা কেভিন স্পেসি।
অনলাইন প্রতিষ্ঠানটি অনুমান করছে, বিক্রি করা পণ্য সরবরাহ করতে ১৭ লাখ কুরিয়ার, ৪০ হাজার যানবাহন ও ২০০টি উড়োজাহাজ প্রয়োজন পড়বে। এসব পণ্যের মধ্যে ইলেকট্রনিকস থেকে শুরু করে কসমেটিকস সামগ্রী রয়েছে।