পদার্থবিদ্যায় নোবেল জিতেছেন তিন বিজ্ঞানী
এ বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার জিতেছেন তিন পদার্থ বিজ্ঞানী। এ তিন বিজয়ী হলেন- পদার্থ বিজ্ঞানী জেমস পিবলস, মাইকেল মেয়র ও দিদিয়ের কুয়েলজ।
নোবেল পুরস্কারের টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা ৪৫মিনিটে এ তিন বিজ্ঞানীকে এ বছরের পদার্থবিদ্যায় নোবেলজয়ী ঘোষণা দিয়েছে।
এর আগে অক্সিজেনের প্রাপ্যতার সঙ্গে শরীরের কোষের সাড়া দেওয়ার প্রক্রিয়া নিয়ে গবেষণা করে চলতি বছরের চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন ও ব্রিটিশ তিন বিজ্ঞানী।
গতকাল সোমবার স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট এই তিন বিজ্ঞানীকে চিকিৎসা বিজ্ঞানে ২০১৯ সালের নোবেল পুরস্কার জয়ী হিসেবে ঘোষণা দেয়।
চিকিৎসায় তিন নোবেলজয়ী হলেন- মার্কিন চিকিৎসাবিদ উইলিয়াম জি. কেইলিন জুনিয়র, গ্রেগ এল সেমেনজা ও ব্রিটিশ চিকিৎসাবিদ স্যার পিটার জে. র্যাটক্লিফ।
নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী বুধবার (৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টায় রয়্যাল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, যথাক্রমে পরের দিন বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় দ্য রয়াল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং সর্বশেষ শুক্রবার (১১ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।