‘সম্মানজনক’ পুরস্কার প্রত্যাখ্যান করল পরিবেশবাদী কিশোরী গ্রেটা
পরিবেশ নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ একটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল আলোচিত সুইডিশ কিশোরী গ্রেটা তুনবার্গ। কিন্তু পুরস্কারটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এই কিশোরী। গ্রেটা বলেছে, পুরস্কার নয়, জলবায়ু আন্দোলনের যেটি প্রয়োজন তা হলো রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা যেন ‘বিজ্ঞানের’ কথা ‘শোনা’ শুরু করেন।
‘ফ্রাইডেস ফর ফিউচার’ বা ‘ভবিষ্যতের জন্য শুক্রবার’ নামে একটি পরিবেশ আন্দোলন চালিয়ে যাচ্ছে গ্রেটা। সুইডেনসহ কয়েকটি প্রতিবেশী রাষ্ট্রের আঞ্চলিক আন্তঃসংসদীয় সহযোগিতামূলক সংস্থা নরডিক কাউন্সিল সম্প্রতি স্টকহোমে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রেটাকে পুরস্কৃত করে সম্মাননা জানানোর উদ্যোগ নেয়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পরিবেশ নিয়ে সোচ্চার ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ নরডিক কাউন্সিলের বার্ষিক পরিবেশবিষয়ক পুরস্কারের জন্য সুইডেন ও নরওয়ে যৌথভাবে গ্রেটাকে মনোনীত করে।
কিন্তু অনুষ্ঠানে গ্রেটাকে পুরস্কৃত করার ঘোষণাটি আসতেই এই সুইডিশ কিশোরীর এক প্রতিনিধি উপস্থিত দর্শকদের জানান পুরস্কারটি নিচ্ছে না গ্রেটা। এই পুরস্কারের সঙ্গে ৫২ হাজার মার্কিন ডলারও দেওয়া হয়। এই অর্থও প্রত্যাখ্যান করেছে গ্রেটা।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত গ্রেটা নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিষয়টি নিয়ে একটি পোস্টও করেছে।
পোস্টে গ্রেটা লিখেছে, ‘জলবায়ু আন্দোলনের আর কোনো পুরস্কার লাগবে না। আমাদের যেটি প্রয়োজন তা হলো আমাদের রাজনীতিবিদরা ও রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণকারী ব্যক্তিরা যেন সমসাময়িক বিজ্ঞানের কথা শোনা শুরু করেন।’
পুরস্কারের জন্য মনোনীত করে ‘বিরাট সম্মান’ দেওয়ায় নরডিক কাউন্সিলকে ধন্যবাদ জানায় গ্রেটা। পাশাপাশি নরডিক রাষ্ট্রগুলোকে জলবায়ু বিষয়ে নিজেদের ‘দারুণ সুনাম’ ধরে রাখতে না পারার সমালোচনাও করে।
গ্রেটা বলে, ‘এ (জলবায়ু) নিয়ে আমাদের আত্মম্ভরিতার কোনো কমতি নেই। সুন্দর সুন্দর কথারও কোনো কমতি নেই। কিন্তু যখনই (কার্বন) নিঃসরণ ও (কার্বন) ফুটপ্রিন্টের সত্যিকার তথ্যের বিষয়টি সামনে আসে... তখনই সবটা বদলে যায়।’
২০১৮ সালের আগস্টে সুইডেনের পার্লামেন্টের সামনে সপ্তাহের প্রতি শুক্রবার ‘জলবায়ুর জন্য স্কুল ধর্মঘট’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকত গ্রেটা তুনবার্গ। এভাবে একটা সময় ১৬ বছর বয়সী গ্রেটার জলবায়ু নিয়ে আন্দোলন বিশ্ববাসীর নজরে আসে।