সিরিয়ায় বিমান হামলায় ‘২৬ বেসামরিক নাগরিক’ নিহত
সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ অন্তত ‘২৬ বেসামরিক নাগরিক নিহত’ হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির দাবি, সিরিয়ার হাসাকাহ প্রদেশের আল খান গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোট এ হামলা চালাতে পারে। বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই অভিযোগকে ‘অত্যন্ত গভীরভাবে’ পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে ওই মুখপাত্র বলেন, বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগটি যদি সত্য হয়, তাহলে ঘটনাটির যথাযথ তদন্ত করা হবে। তদন্তের ফল জনসমক্ষে প্রকাশ করা হবে।
এদিকে সিরিয়ার সরকার জানিয়েছে, একটি হামলায় তিন সেনাসদস্য নিহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যৌথ বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র দেইর আল জোর প্রদেশের একটি সেনাক্যাম্পে আঘাত হানে। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী বলছে, ওই সেনাক্যাম্প এলাকায় কোনো বিমান হামলা চালানো হয়নি।
২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। অবশ্য এ বিষয়ে দামেস্কের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করা হচ্ছে না।
গত সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক প্রতিপক্ষ এবং আইএসকে লক্ষ্য করে রাশিয়াও বোমা হামলা শুরু করে।